চাকরির ধরনঃ ওয়ার্ড বয় / আয়া

সংক্ষিপ্ত বিবরণ: হসপিটালের আগত ভর্তিকৃত/বহিঃবিভাগের রোগীদের ওয়ার্ড, কেবিনে, কোরিডোর/ফ্লোর ও নির্ধারিত এলাকায় পরিস্কার সরবরাহ করার কাজগুলো সঠিক ভাবে মনিটরিংয়ের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত নিশ্চিত করা।

শূন্যপদ: ০৫

ওয়ার্ড বয় / আয়া দায়িত্ব ও কর্তব্যঃ-
১. প্রত্যেক ওর্যাড বয় / আয়া সঠিক সময়ে ডিউটিতে আসার পর হ্যান্ডওভার বুঝে নেয়া এবং ডিউটি থেকে চলে যাওয়ার সময় হ্যান্ড ওভার বুঝিয়ে দেয়া।

২. হসপিটালের কেবিন, ওয়ার্ড, ফ্লোর, লবি, ডাক্তার ষ্টেশন, নার্স ষ্টেশন, পোষ্ট অপারেটিভ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, রোগীদের ওয়েটিং এলাকা, দরজা, জানালা, টেবিল, চেয়ার, সোফা, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, এসি ও রোগীদের বিছানা, রোগীদের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ও আসবাবপত্রের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

৩. কেবিন, ওয়ার্ড, ফ্লোর, লবি ও আসবাবপত্রের পরিস্কারে নিয়ম মাফিক সঠিক পরিমাণ লিকুইড/কেমিকেল ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

৪. পরিস্কার ও জীবাণুমুক্ত লিলেন দিয়ে রোগীদের বিছানা তৈরী ও অপরিস্কার কাপড় বদলিয়ে পরিস্কার কাপড়সহ, তোয়ালে, সাবান, স্যাম্পু ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা।

৫. রোগীর কেবিন, ওয়ার্ড, ফ্লোর ও লবিতে অবস্থিত টয়লেট সমূহ পর্যাপ্ত পরিমাণ লিকুইড/কেমিকেল দিয়ে সঠিকভাবে পরিস্কার নিশ্চিত করা।

৬. রোগীদের কেবিন, ওয়ার্ড, ফ্লোর ও অপারেশন থিয়েটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা থেকে অপরিস্কার কাপড় সংগ্রহ করে তা পরিস্কার করার জন্য লন্ড্রীতে দেয়া এবং পরিস্কারের পর তা পুন:রায় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে সঠিক ভাবে বিতরণ করা/পৌছে দেয়া।

৭. হাউসকিপিং সংক্রান্ত অভিযোগগুলো সঠিকভাবে রোগী ও রোগীর এ্যাটেনডেন্টগণের কাছ থেকে শুনে তার সমাধান করা। প্রয়োজনে প্রশাসন বিভাগের সাহায্য নিতে হবে।

৮. হসপিটালের নিয়ম অনুযায়ী সঠিকভাবে বর্জ্য (সার্জিক্যাল ওয়েষ্ট) অপসারণ নিশ্চিত করা।

৯. হসপিটালের নিয়ম অনুযায়ী কাপড় ও অন্যান্য যন্ত্রপাতির সঠিক তালিকা প্রস্তুত করণ ও সংরক্ষণ করা।

১০. কেবিন, ওয়ার্ড, ফ্লোর ও বিল্ডিংয়ের কোথাও মেরামত/নিরাপত্তা/দূর্ঘটনা বা হতা-হতের সমস্যা থাকলে তা সুপারভাইজারের মাধ্যমে যথাযর্থ কর্তৃপক্ষকে অবগত করা।

১১. ময়লা রাখার স্থান ও যন্ত্রপাতির পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

১২. ডিসচার্জকৃত রোগীর নিকট থেকে কেবিন/ওয়ার্ড এর মালামাল বুঝে নেয়া।

১৩. কোন মালামাল খোয়া গেলে যথাযর্থ কর্তৃপক্ষ/প্রশাসন বিভাগকে অবগত করা।

  • কর্মসংস্থানের অবস্থা : শিফটিং ডিউটি (সকাল, রাত)
  • চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ : বয়স ২১ থেকে ৩০ বছর (পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন)
  • কর্মস্থল: জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রাঃ) লিমিটেড – গুলশান শাখা, গুলশান-২, ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান সুযোগ-সুবিধাসমূহ: আলোচনা সাপেক্ষে
  • বেতন-ভাতা বৃদ্ধি : আলোচনা সাপেক্ষে।

আবেদন করার আগে পড়ুন
আগ্রহীপ্রার্থীদের ০১মার্চ ২০২৫ এর মধ্যে সাবজেক্ট লাইনে অবস্থানের নাম উল্লেখ করে hr@sikderhospital.net -এ তাদের সিভি এবং সংক্ষিপ্ত কর্মজীবনের সারাংশ (মেইলবডিতে) পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

Zainul Haque Sikder Women’s Medical College & Hospital (Pvt.) Ltd. – Gulshan Branch. Road # 104, House # 5, Gulshan-2, Dhaka-1212, Bangladesh Hotline: 0960 900 4444, Mob: +88 01313 752 222 Email: hr@sikderhospital.net, Web: www.sikderhospital.net

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx

Hotline: 0960 900 4444 (0,119)
Mob: +88 01313 752 222
Email: info@sikderhospital.net

Dhanmondi Branch

Monica Estate, Western Side of Dhanmondi, Dhaka – 1209 Bangladesh.
Tel: +88-02-9181005-8
Fax: +88-02-9181010
E-mail: info@sikdermedical.com

Online